২১শে অক্টোবর

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

অরণ্যের মর্মরে আজ

শূন্যতার হাহাকার

আকাশে বাতাসে রুক্ষ্মতা-সাহারার৷

একুশে অক্টোবর অনভিপ্রেত ঘটনা,

তবু তা জানিয়ে দিল

তোমার এই খণ্ড রূপ সত্য না৷

নাই বা রইল অস্থি মাংসের

ক্ষণস্থায়ী রূপ

খণ্ড খণ্ড অসম্পূর্ণ জীবনের স্তূপ৷

তার চেয়ে সর্ব অঙ্গ জুড়ে নেবো

তোমার অস্তিত্বের স্বাদ---

কী আনন্দ, কী আহ্লাদ!

এ ঘর ছেড়ে ও ঘর যাওয়া

ঘাটে ঘটে তরী বাওয়া

নব নব ভূবন পর্যটন

আছো তুমি রূপান্তরে---

মিথ্যা তোমার মরণ---

নয়ত সমাপন৷

আকাশ-বাতাস-পাহাড়-সমুদ্র

মরু অরণ্যময়

ছড়িয়ে আছে তোমার রূপ গন্ধ বর্ণ

অন্তর্লীন অন্তহীন সত্য পরিচয়৷

আজ আমাদের ক্ষুদ্র তুচ্ছ জীবনে ঢালো

তোমার মহাজীবনের আলো৷

সেই আলো বিশ্বময়

হোক দৃশ্যময়৷

দেশ-দেশান্তে বয়ে নিয়ে যাবো

তোমার আনন্দের সুধা---

দুঃখ নয়, কান্না নয়,

নয় কোন অতৃপ্তির ক্ষুধা৷

তোমার স্বপ্ণের নতুন পৃথিবীতে

যত দেশ ভিন্ন ভিন্ন

হবে নিশ্চিহ্ণ৷

দেশে দেশে তারই উন্মাদনা---

মিলনের স্বর্গ হবে রচনা৷

বিশ্বময় ভ্রাতৃত্বের আলিঙ্গন

সাঙ্গ হবে রক্তক্ষয়ী রণ৷

যদিও আজ তোমার আপাত বিচ্ছিন্ন

পাঞ্চভৌতিক অনস্তিত্ব

উদ্বেলিত করে আমাদের চিত্ত৷

হে পরমেশ্বর,

অতঃপর

আমরাও রইব না আর কোনও মোহে

গ্রহ হতে গ্রহে

তোমার চরণ-চিহ্ণ খুঁজে

ফের হবো তোমার অনুগামী

চির গৈরিক, চির সৈনিক, চির সংগ্রামী৷