বিষাক্ত পিঁপড়ে
ওড়িশার পুরী জেলার ব্রাহ্মণসহি গ্রামে লক্ষ লক্ষ লাল পিপড়ের বাসা চোখে পড়ছে৷ বন্যার জল নেমে যেতেই উৎপাত বেড়েছে বিষাক্ত লাল পিঁপড়ের৷ ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে মানুষ লাল পিঁপড়েদের ভয়ে৷ রাস্তা বাড়ী, মাঠ, গাছ---কোনকিছু বাদ নেই৷ মানুষ তো বটেই গৃহপালিত পশু এমনকি সাধারণটি কটিকিও টিকতে পারছে না পিঁপড়ের জ্বালায়৷ এমন ঘটনার কারণ জানতে অভিযান শুরু করেছে ওড়িশা ইয়ূনিবার্সিটি অব এগ্রিকালচার এ্যাণ্ড টেকনোলজি এবং জেলা প্রশাসন৷