বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপের সেমিফাইনাল ও ফাইনালে মাত্র দুঘন্টার ব্যবধানে দু’বার মহিলাদের ১০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড গড়লেন নাইজিরিয়ার তোবি অ্যামুসান৷
১০০মিটার হার্ডলসের ফাইনালে অ্যামুসান দৌড় শেষ করেন মাত্র ১২.০৬ সেকেন্ডে৷ নিজেরই মাত্র দুঘন্টার পুরনো রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড না বিশ্বরেকর্ড গড়েছেন তিনি৷ সেমিফাইনালে ১২.১২ সেকেণ্ডে দৌড় শেষ করেন তিনি৷ এছাড়া হার্ডলসের হিটেও তিনিই নজির গড়েন মাত্র ১২.৪০ সেকেণ্ডে দৌড় শেষ করেন৷
সেমিফাইনালে অ্যামুসান ভাঙেন আমেরিকার কেন্দ্রা হ্যারিসনের ২০১৬ সালে গড়া বিশ্বরেকর্ড৷ হ্যারিসনের বিশ্বরেকর্ড ছিল ১২.২০ সেকেণ্ড৷ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অ্যামুসানের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হ্যারিসন৷ তিনি দ্বিতীয় স্থানে দৌড় শেষ করেন ১২.২৭ সেকেণ্ডে৷ ফাইনালে তাঁর দৌড়টি অবশ্য বাতিল করে দেওয়া হয়৷ ১২.২৩ সেকেণ্ডে দৌড় শেষ করে রুপো জিতেছেন জামাইকার ব্রিটানি অ্যান্ডারসন৷ একই সময় নিলেও ফটোফিনিসে তৃতীয় হয়েছেন পুয়ের্র্তে রিকোর জ্যাসমিন ক্যামাচো-কুইন৷ বিশ্ব গড়ে ২৫ বছরের অ্যামুসান খুব খুশি তিনি জানিয়েছেন---‘‘ নিজের ক্ষমতার উপর বিশ্বাস ছিল৷ এই প্রতিযোগিতায় বিশ্বরেকর্ড গড়ে ফেলতে পারব, কখনই ভাবিনি৷ আমি জিততে চেয়েছিলাম৷ সেরা সময় করতে পেরে ভাল লাগছে৷’’