সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছিলেন বিনেশ৷ ৫০ কেজি বিভাগে খেলতে নামা বিনেশের ওজন প্রায় ২ কেজি বেড়ে গিয়েছিল৷ সারা রাত ধরে ওজন কমানোর চেষ্টা করেছিলেন বিনেশ৷ জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছিলেন সারা রাত৷ ওজন কমানোর জন্য ঘাম ঝরাচ্ছিলেন৷ চুলও কেটে ফেলেছিলেন তিনি৷ রক্ত বার করেছিলেন৷ তাতে অনেকটাই ওজন কমিয়ে ফেলেছিলেন বিনেশ৷ কিন্তু গত বুধবার সকালে যখন ওজন মাপা হয়, দেখা যায় ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি ওজন তাঁর৷ সেই কারণেই প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয় বিনেশকে৷ প্যারিস অলিম্পিক্সে কুস্তির ফাইনালে উঠেও বিনেশ ফোগাটের বাতিল হয়ে যাওয়ার ঘটনা নিয়ে বিতর্কের ঝড় উঠল সংসদে৷ বিরোধীদের তরফে গত বৃহস্পতিবার গোটা ঘটনা নিয়ে সংসদের দু’কক্ষে আলোচনার দাবি তোলা হয়৷ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনধড় সেই দাবি না মানায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে, তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন-সহ বিরোধী সাংসদেরা ওয়াকআউট করেন৷ অখিলেশ যাদব গত বুধবার ঘটনার তদন্ত চেয়েছেন৷ ‘‘ফোগাটের ফাইনালে না খেলার আলোচিত ‘টেকনিক্যাল’ কারণগুলির গভীর তদন্ত হওয়া উচিত৷ নিশ্চিত করা উচিত যে সত্যটি কী এবং এর পিছনে আসল কারণ কী৷’’
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়