১০ই মে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৭-তম জন্মতিথি উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী ১০ই মে আনন্দমার্গের প্রবক্তা ও প্রবর্ত্তক মহাসম্ভূতি শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৭তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে৷ পৃথিবীর বিভিন্ন দেশে আনন্দমার্গের সমস্ত ইয়ূনিট ও শাখা প্রতিষ্ঠান সহ কেন্দ্রীয় আশ্রমে মার্গগুরুদেবের শুভ জন্মতিথি উৎসব মহাসমারোহে পালিত হবে৷

কলকাতায় আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে এই উপলক্ষ্যে ৯ই মে সন্ধ্যা ৬টা ৭ মিনিট থেকে বাবা নাম কেবলম্অখণ্ড নাম সংকীর্ত্তন শুরু হবে, চলবে ১০ই মে সকাল ৬টা ৭ মিনিট পর্যন্ত৷ সকাল ৬টা ৭ মিনিটে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ আবির্ভাবক্ষণ৷ এরপর সাধনা, গুরুপূজা ও বাণীপাঠের পর সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে৷

বলা বাহুল্য ১৯২১ সালের বৈশাখী পূর্ণিমার পূণ্য তিথিতে সকাল ৬টা ৭ মিনিটে জামালপুরে পিতা শ্রী লক্ষ্মীনারায়ণ সরকার ও মাতা শ্রীমতী আভারাণী সরকারের গৃহ আলোকিত করে তিনি জন্মগ্রহণ করেছিলেন৷ এই কারণে সারা বিশ্বের আনন্দমার্গীদের কাছে বৈশাখী পূর্ণিমা তিথিটি আনন্দপূর্ণিমানামে পরিচিত৷