গত বৃহস্পতিবার যুবভারতীতে রেলওয়ে এফসি-কে হারিয়ে চ্যাম্পিয়ান হল সাদাকালো বিগ্রেড৷ দুই প্রধানের অনুপস্থিতিতে মহামেডান ম্যাচ জেতার যেন সুবর্ণ সুযোগ পেয়ে গেছে৷ ম্যাচের এক মাত্র গোলটি করে মার্র্কস৷ তা এই নিয়ে ১২ বার কলকাতা লিগ ঢুকল মহামেডানে৷
ফাইনালে যুবভারতীতে প্রায় ৪০ হাজার দর্শক উপস্থিত ছিলেন৷ ম্যাচের শুরু থেকেই চাপ দেওয়া শুরু করে মহামেডান৷ দলের সেরা তিন অস্ত্র মার্র্কস, আজহারউদ্দিন ও ফৈয়াজকে শুরু থেকেই খেলতে নামিয়েছিলেন কোচ আন্দ্রেই চের্নিশভ৷ তার ফল মেলে হাতে নাতে৷ দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন মার্র্কস৷
প্রায় ৪০ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং৷ প্রথমার্ধে আরও গোল পেতে পারত সাদা-কালো, সুযোগও এসেছিল৷ কিন্তু গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকাররা৷ দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে রেলওয়ে এফসি৷ কিন্তু মহামেডানের সজাগ রক্ষণ কোনও ভুল করেনি৷ ফলে গোলের মুখ খুলতে পারেনি রেল৷
১৯৮১ সালে শেষ বার কলকাতা লিগ জিতেছিল মহামেডান৷ তারপর থেকে এই টুর্ণামেন্টের দখল ছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হাতে৷ কিন্তু দু’দলই আই.এস.এল লিগে নাম দেয়নি৷ সেই সুযোগে আই.এস.এল খেলায় কলকাতা লিগে ট্রফি নিজেদের তাঁবুতে নিয়ে গেল কলকাতার তৃতীয় প্রধান দল মহামেডান স্পোর্টিং৷