১৪ই সেপ্ঢেম্বর ১৪ই সেপ্ঢেম্বর প্রভাতসঙ্গীতের ৩৫ বর্ষপূর্ত্তি উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 ১৪ই সেপ্ঢেম্বর সারা বিশ্বের আনন্দমার্গীরা প্রভাত সঙ্গীতের ৩৫ বর্ষ পূর্ত্তি উৎসব  পালন করছেন৷ ১৯৮২ সালের ১৪ই সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীতের স্রষ্টা শ্রীপ্রভাতরঞ্জন সরকার যিনি ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রূপে সারা বিশ্বে পরিচিত, দেওঘরের শান্ত স্নিগ্দ পরিবেশে প্রভাত সঙ্গীত রচনা শুরু করেছিলেন৷ সেদিন থেকে ১৯৯০ সালের ২০শে অক্টোবর অর্থাৎ তাঁর মহাপ্রয়াণের পূর্ব দিন পর্যন্ত---এই আট বছর এক মাস সাত দিনের সংক্ষিপ্ত সময়কালের মধ্যে ৫০১৮টি প্রভাত সঙ্গীত রচনা করেছেন ও নিজেই সেগুলোতে সুরারোপণ করেছেন৷ অভিনব ভাব-ভাষা-সুর-ছন্দ সম্বন্বিত এই প্রভাত সঙ্গীত৷ ভাবের দিক থেকে ভক্তিমূলক  থেকে শুরু করে সমসমাজতত্ত্বমূল গীতি, অন্নপ্রাশন থেকে শুরু করে বিবাহ, শ্রাদ্ধ প্রভৃতি বিভিন্ন অনুষ্ঠানের গান, ঋতু বৈচিত্র্যের গীতি, শিবগীতি, কৃষ্ণগীতি, বাউলাঙ্গের গান, কীর্ত্তনাঙ্গের গান প্রভৃতি নানান ধরণের গান, ঝুমুর থেকে শুরু করে ধ্রুপদী সঙ্গীত, দেশ-বিদেশের নানান সুর ও রাগের গান---এমনই কত না বিচিত্র ধরণের গানের ডালি দিয়ে সাজানো রয়েছে তাঁর রচিত প্রভাতসঙ্গীতের ভাণ্ডার৷ বলা বাহুল্য এখানে ‘প্রভাত সঙ্গীত’ বলতে প্রভাতকালীন সঙ্গীত বোঝাচ্ছে না বা শ্রীপ্রভাত রঞ্জন সরকারের রচিত এ জন্যেই এই সঙ্গীতের নাম প্রভাতসঙ্গীত তাও ঠিক সত্য নয়, সাংসৃকতিক জগতে আজ যে অমা-অন্ধকার পুঞ্জীভূত সেখানে এই সঙ্গীতগুলি যথার্থই নব প্রভাতের সূচনা করেছে৷ এখানেই প্রভাত সঙ্গীত’ নামকরণের সার্থকতা৷