১৫৯তম জন্মদিন উপলক্ষ্যে জেলায় জেলায় বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হুগলী ঃ গত ১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের পুণ্য জন্মদিনে হুগলী জেলার শ্রীরামপুরে বিবেকানন্দের মূর্ত্তির পাদদেশে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানাতে এক সভার আয়োজন করা হয়েছিল৷ শ্রীরামপুর সভার চেয়ারম্যান সহ শহরের বহুবিশিষ্টজন এই সভায় উপস্থিত ছিলেন৷ প্রবীণ প্রাউটিষ্ট নেতা শ্রী প্রভাত খান উক্ত সভায় বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্বরচিত কবিতা পাঠ করেন৷ ওই অনুষ্ঠানে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বীর সন্ন্যাসীর জীবন, আদর্শ ও কর্ম সম্পর্কে আলোচনা করেন৷ যুবসমাজকে স্বামীজীর অসাম্প্রদায়িক আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ সেবায় এগিয়ে আসতে তিনি আহ্বান জানান৷

কলকাতা ঃ ১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মদিন৷ এইদিন জেলায় জেলায় ‘আমরা বাঙালী’ কর্মী-সমর্থকরা শ্রদ্ধার সঙ্গে বিবেকানন্দের জন্মোৎসব পালন করেন৷ এদিন ছিল বিবেকানন্দের ১৫৯তম জন্মদিবস৷ এইদিন অপরাহ্ণে সাড়ে তিন ঘটিকায় আমরা বাঙালী কর্মী-সমর্থকরা বিবেকানন্দের পৈত্রিক বাড়ীতে গিয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ কোভিড বিধি মেনে চারজন প্রতিনিধি ভিতরে প্রবেশ করে মাল্যদানের অনুমতি পান৷ প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সংঘটন সচিব জয়ন্ত দাশ, ছাত্রযুব সচিব তপোময় বিশ্বাস, সমতটের সংঘটন সচিব অরূপ মজুমদার ও বাপী পাল ৷ এছাড়া উপস্থিত ছিলেন কলিকাতার জেলা সচিব হিতাংশু ব্যানার্জী, স্বাগতা ব্যানার্জী, সুশীল জানা, প্রণতি পাল সুবোধ কর, ঝন্টু মণ্ডল প্রমুখ৷

বারাসাত ঃ বারাসাতেও এদিন ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়৷ বারাসত ষ্টেশনে ৫নং প্লাটফর্মে স্বামী বিবেকানন্দ স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রবীন নেতা মোহন অধিকারী, তপোময় বিশ্বাস, অরূপ মজুমদার, বাপী পাল, দেবাশিষ বিশ্বাস মমতা ঘোষাল, প্রতিমা দাস প্রমুখ৷

এই দিন ব্যারাকপুরে আমরা বাঙালীর পক্ষ থেকে বিবেকানন্দের  জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়৷ দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাংঘটনিক শ্রী জয়ন্ত দাশ বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷

কোচবিহার ও জলপাইগুড়ি ঃ কোচবিহারের গোপালপুরে ‘আমরা বাঙালী’ জেলা কমিটির পক্ষ থেকে ও বাঙালী ছাত্রযুব সমাজের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানানো হয়৷

জলপাইগুড়ি জেলার কালিয়াগঞ্জের আমরা বাঙালীর জেলা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়৷ বিবেকানন্দের জীবনী ও কর্ম পদ্ধতি নিয়ে আলোচনা করেন খুশীরঞ্জন মণ্ডল, প্রদীপ মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ৷

আগরতলায় বিবেকানন্দের জন্মদিবস পালন

 আগরতলায় বাঙালী ছাত্রযুব সমাজের পক্ষ থেকেও  এইদিন বিবেকানন্দের ১৫৯তম জন্মদিন পালন করা হয়৷ বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন ছাত্রযুব নেতা প্রবীর দেবনাথ বিপ্লব দাস প্রমুখ৷