সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আগামী ১৭ই সেপ্ঢেম্বর কলকাতার ভি. আই. পি. নগরস্থিত আনন্দমার্গের কেন্দ্রীয় কার্যালয়ে প্রভাত সঙ্গীতের ৩৫ বর্ষ পূর্ত্তি উপলক্ষ্যে প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য ও অঙ্কনের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ ইতোমধ্যে পশ্চিম বাঙলা, ত্রিপুরা, অসম ও ঝাড়খণ্ড সহ পার্শ্ববর্তী রাজ্যগুলির বিভিন্ন স্থানে প্রভাত সঙ্গীতের প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা হয়েছে৷ এই সব কেন্দ্র থেকে যাঁরা বিভিন্ন বয়সের, বিভিন্ন গ্রুপে ও বিভিন্ন বিভাগে (নৃত্য, গীত, একক ও মিলিত, অঙ্কন) যাঁরা কৃতিত্বের সঙ্গে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাঁরা এখানে এইদিন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন৷