১৮ই ডিসেম্বর শুরু হচ্ছে ষান্মাসিক প্রাউট প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের দিল্লী সেক্টরের সচিব আচার্য সুপ্রভানন্দ অবধূত জানান আগামী ১৮ই ডিসেম্বর পূর্ববর্ধমান জেলার বোরহাটে শুরু হবে প্রাউট প্রশিক্ষণ শিবির৷ ২২শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির৷ শিবিরে বর্তমান সামাজিক অর্থনৈতিক সমস্যা ও প্রাউটের দৃষ্টিকোণ থেকে সমাধানের বিষয়ে আলোচনা হবে৷

আচার্য সুপ্রভানন্দ অবধূত বলেন--- দেশ আজ চরম সংকটের সম্মুখীন৷ মানবিক মূল্যবোধের অবক্ষয়, সামাজিক অবিচার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দলীয় মডেলের শিক্ষাব্যবস্থা, সংস্কৃতির অঙ্গণে অশ্লীলতা, ধর্মের নামে ব্যাভিচার, অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র সমাজকে অক্টোপাশের  মত বেঁধে ফেলেছে৷ পুঁজিবাদী আগ্রাসন এই সমস্যার মূল কারণ৷ বর্তমান সমস্যার স্থায়ী সমাধানের একমাত্র পথ প্রাউট তথা প্রগতিশীল উপযোগ তত্ত্ব৷ প্রাউটের বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হলে সমাজের সর্বস্তরের মানুষ ক্রয় ক্ষমতার নিশ্চিততা পাবে, জীবন ধারণের নূ্যনতম প্রয়োজন পূর্ত্তির নিশ্চিততা পাবে৷ প্রাউটের বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই তার সম্ভব৷ তার জন্য ব্লকভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা গড়ে তুলতে হবে৷

পাঁচদিনের প্রশিক্ষণ শিবিরে প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের সর্বস্তরের কর্মীরা যোগ দেবেন৷ প্রশিক্ষক থাকবেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের সেক্রেটারী জেনারেল আচার্য রবিশানন্দ অবধূত, সাংঘটনিক সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত প্রমুখ প্রাউটতাত্ত্বিকগণ৷ তাঁরা আলোচনা করবেন প্রাউটের আলোকে বর্তমান সমস্যার সমাধানের পথ৷ এছাড়া প্রাউটের আদর্শ ছাত্রযুব, কর্ষক শ্রমিক বুদ্ধিজীবী মহলে ছড়িয়ে দিতে পরিকল্পনা নেওয়া হবে৷