শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১০৩ তম জন্মজয়ন্তী উৎসব আনন্দনগর বাবা স্মৃতি শৌধে ২১শে মে’২৪ থেকে ২৩শে মে’২৪ পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় যথা কীর্ত্তন পরিক্রমা ও কীর্ত্তন মাহাত্ম্যের প্রচার, প্রভাতফেরী, অখণ্ড নাম সংকীর্তন, দুঃস্থদের বস্ত্র বিতরণ, ছাত্র-ছাত্রাদের খাতা-পেন্সিল প্রদান, হাসপাতালে রোগীদের ফল বিতরণ, জলসত্র, আভা সেবাসদনে নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা ও নারায়ণ সেবা ইত্যাদি৷
২২শে মে’২৪ ভোরে পাঁচটায় পাঞ্চজন্যের মধ্যদিয়ে স্মৃতি সৌধের আধ্যাত্মিক পরিবেশে ২৪ঘণ্টা অখণ্ড বাবা নাম কেবলমনাম-সংকীর্তন শুভারম্ভ হয়৷ ২৩শে মে’২৪ মিলিত পাঞ্চজন্য,প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, আশীর্বচন, আনন্দবাণী পাঠ ও ব্যাখ্যা শেষে সম্মিলিতভাবে প্রাতঃরাশ করা হয়৷ প্রাতঃরাশের পর প্রভাত সঙ্গীত অবলম্বনে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়৷ দুপুরে মিলিত ঈশ্বর প্রণিধান শেষে মিলিত আহার ও নারায়ণ সেবার মাধ্যমে মূল অনুষ্ঠান সমাপ্ত হয়৷ সন্ধ্যায় আনন্দনগরের বিভিন্ন গ্রামে ধর্মচক্র ও নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷