কৃষ্ণাঙ্গ আমেরিকান মাত্র ১৯ বছর বয়সি কোকো গফের হাতে উঠে এল ব্যাকহ্যান্ড উইনার৷ পয়েন্ট পেতেই টেনিস কোর্টে শুয়ে কেঁদে ফেললেন কোকো৷ সেরিনা উইলিয়ামসের খেলা দেখতে ফ্ল্যাশিং মিডোজে গিয়ে টেনিসের প্রেমে পড়া সেই খুদে মেয়েটি আজ চ্যাম্পিয়ান৷ আর্থার অ্যাশ স্টেডিয়ামে অ্যারিনা সাবালেঙ্কারের বিরুদ্ধে প্রথম সেট হেরে যান তিনি৷ কিন্তু পরের বেলারুশিয়ানকে ২-৬,৬-৩,৬-২ হারিয়ে ইউ.এস.এ-র পতাকা উড়িয়েছেন কোকো গফ৷
১৯৬৮ সালে ৯ই সেপ্ঢেম্বর কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন আর্থার অ্যাশ৷ আর সেই দিনের আর্থার অ্যাশ স্টেডিয়ামেই ভবিষ্যত প্রজন্মকে একরাশ স্বপ্ণ দেখালেন কোকো৷ শুধুমাত্র এই ম্যাচেই নয় হাল ছাড়াটা কোকো কোনদিনই শেখেনি৷ ১৫ বছরে উইম্বলডনে যখন প্রথম ম্যাচ জেতেন, তখন থেকেই আমেরিকান মানুষের স্বপ্ণে৷ মাঝের চার বছরে উত্থান-পতন, আবার উত্থান৷ মেয়েদের ইউএস ওপেন সিঙ্গলসে সেরিনার পরে কোকোই সবচেয়ে কম বয়সি চ্যাম্পিয়ান৷ জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম এক নম্বরকে হারিয়েই পকেটে পুরলেন কোকো৷ কৃষ্ণাঙ্গ মেয়ে হিসেবে ট্রফি জেতার গুরুত্ব বোঝেন তিনি৷