২ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা৷সেই দলে রয়েছেন কুইন্টন ডি’কক এবং এনরিখ নোখিয়ে৷ এই দুই ক্রিকেটারকেই বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড৷ কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হল তাঁদের৷ ২ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা৷ সোমবার নিউ জিল্যান্ড দল ঘোষণা করেছিল৷ এ বারের বিশ্বকাপে তারাই প্রথম দল ঘোষণা করে৷ দ্বিতীয় দেশ হিসাবে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা৷ সেই দলের অধিনায়ক এডেন মার্করাম৷ সেই সঙ্গে টেস্ট এবং এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ডি’কককে টি-টোয়েন্টি দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা৷ ২০২৩ সালের পর থেকে নোখিয়েও দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পাচ্ছিলেন না৷ তাঁর চোট ছিল৷ সেই পেসারকে দলে ফেরাল দক্ষিণ আফ্রিকা৷ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ভাল খেলে বিশ্বকাপের দলে সুযোগ পেলেন রায়ান রিকেলটন এবং ওটনিল বার্টম্যান৷ তাঁরা এখনও দেশের হয়ে খেলেননি৷ সোজা বিশ্বকাপের দলে জায়গা করে নিলেন৷ তরুণ ক্রিকেটারদের সঙ্গে রেজা হেন্ড্রিক্স, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলারের মতো অভিজ্ঞরাও রয়েছেন৷ বোলিং আক্রমণ সামলানোর জন্য থাকছেন কাগিসো রাবাডা, মার্র্কে জানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, তাবরেজ শামসি এবং বর্ন ফোর্টউইন৷ দক্ষিণ আফ্রিকার ১৫ জন দল: এডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি’কক, রেজা হেন্ড্রিক্স, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, এনরিখ নোখিয়ে, রায়ান রিকেলটন, ওটনিল বার্টম্যান, কাগিসো রাবাডা, মার্র্কে জানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, তাবরেজ শামসি, বর্ন ফোর্টউইন, ট্রিস্টিয়ান স্টাবস৷