২০১৯-এর বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি  কী খেলবে?

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২০১৯-এর বিশ্বকাপে মাহি খেলবে কি খেলবে না তা এখনো পুরোপুরিভাবে জানা যায়নি৷ কিন্তু প্রাক্তণ ক্রিকেটারদের মধ্যে একজন অনবদ্য বিখ্যাত খেলোয়াড় বীরেন্দ্র সহবাগ মনে করেন , এখনো ধবনির মতো এতো সিনসিইয়ার খেলোয়ার ভারতীয় দল পাইনি৷ এর অন্যতম কারণ তিনি ধোনির  সহযোগী ছিলেন একসময় তাই তিনি মনে করেন ধোনির যোগ্য বিকল্প খেলোয়াড় ভারতীয় দলে এখনো আসেনি৷ ধোনির ব্যাটিং এর খারাপ ফর্ম নিয়ে সবাই চিন্তা করছে, কিন্তু সহবাগ করছেন না কারণ তিনি মনে করেন , সবসময় কারোর সময় এক হয়না  কিন্তু সময়ের থেকেও অভিজ্ঞতার দাম অনেক বেশী৷ তাই তিনি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জানাতে চান যে তাঁরা প্রার্থনা করুক যে ২০১৯ এর বিশ্বকাপে ধোনি যেন খেলতে পারে এবং  ও যেন নিজেকে ফিট রাখতে পারে ৷ এমথবস্থায় ২০১৯-এর মধ্যে মাহির যোগ্য বিকল্প তৈরী হয়েনি৷