২০১৯-এর বিশ্বকাপে শেষ পর্যন্ত ধোনির খেলার সম্ভাবনা আরও বৃদ্ধি পেল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 প্রচুর সমালোচনা ও ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রচুর প্রশ্ণ থাকা সত্ত্বেও  ভারতীয় দলের নির্র্বচক কমিটি কিন্তু ধোনির পাশেই  থাকল৷ কারণ মাঠে দলকে চাঙ্গা করতে  মাহি কোনো ত্রুটি রাখেন না৷ সম্প্রতি ধোনির ব্যাটিং ফর্ম নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে৷  তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেটের নির্র্বচক কমিটির মুখ্য  এম.এস.কে. প্রসাদ বলেছেন, গত ১৫ ধরে, আমরা ধোনিকে  যে দুর্র্দন্ত ব্যাটস্ম্যান হিসেবে  প্রাধান্য দিয়ে এসেছি , তা কিন্তু আমরা আজও ভুলতে পারিনি আর পারবোও না৷ গত ১৫ বছর ধরে মাহি উইকেটের পিছনে যে কাজটা করে গিয়েছেন, সত্যি তা অনস্বীকার্য৷ উইকেটের পিছনে ধোনির ১৫ বছর ধরে  একটাও খারাপ দিন যায়নি৷ যে কোনো ম্যাচের কঠিন পরিস্থিতিতে তিনি যে কীভাবে বের করে নিয়ে আসতেন, তা কাউকে বলতে হয় না৷  এটিই ধোনির বিশাল গুণ৷ আর তাছাড়া  বিরাটকে মাঠে গাইড় করার  জন্য ধোনির থেকে ভাল আর কেউ হতে পারে না৷  তাই দল নির্র্বচকরা যেভাবে  ধোনির পাশে দাঁড়াচ্ছেন , তাতে একটা কথা স্পষ্ট যে, ধোনি ২০১৯-এর বিশ্বরকাপে খেলছেন৷