২০১৯-এর বিশ্বকাপের কারা হবে ক্রিকেট যোগ্য টিম

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী ৩০শে সেপ্ঢেম্বর ২০১৯-এর বিশ্বকাপে কারা হবে যোগ্যটিম৷ বর্তমানে শ্রীলঙ্কা একের পর এক ম্যাচ হেরে যাওয়ার ফলে আগে থেকেই তারা যে বিশ্বকাপের জন্য যে অযোগ্য টিম তা তারা প্রমাণ করে দিয়েছে৷ কিন্তু ব্যাপারটা হল যে দলগুলি নিজেদের যোগ্যতা অর্জনে করতে পারবে না৷ তারা আবার সুযোগ পাবে নিজেদের যোগ্য প্রমাণ করার জন্য আইসিসি-র র্যাঙ্কের চারটি দল, বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়ানসিপের সেরা চারটি দল ও বিশ্বক্রিকেট লিগের সেরা দুটি দলকে নিয়ে বিশ্বকাপ প্রতিযোগিতা হবে ৷ এই প্রতিযোগিতায় সেরা দুটি দল নির্র্বচিত হবে৷ তাদের মধ্যে হবে হাড্ডাহাড্ডি  লড়াই দেখা যাবে কারা হবে ২০১৯-এর জন্য যোগ্য টিম৷ এছাড়া আগামী বছরে অর্র্থৎ ২০১৮ সালের ১২ই জুলাই ভারত ও ইংল্যান্ডের সিরিজ খেলা হবে৷ এই সিরিজকে  আগামী ২০১৯-এর বিশ্ব কাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে, কারণ আগামী বিশ্বকাপ ইংল্যান্ডেই খেলা হবে৷