২০২৩ পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর---দাবী নাসার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

২০২৩ সালের গ্রীষ্মকালের শুরু থেকে আবহাওয়ার তাপমাত্রা দীর্ঘদিন বেড়েই চলেছে৷ এই তথ্য সামনে এনেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ন্যাশনাল ওশানিক ওশানিক এ্যাটমোস্ফিয়ারিক এ্যাডমিনিস্ট্রেশন৷ তাদের দাবি এই বছরের জুন থেকে আগষ্ট মাস পৃথিবীর উষ্ণতম সময় ছিল৷ এটাই ছিল উত্তর গোলার্ধে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে সবচেয়ে উষ্ণ শীতকাল৷ নাসার বিল নেলসন জানান--- ‘এই রেকর্ড তাপমাত্রা শুধুমাত্র একটি সংখ্যা নয়৷ এটি বাস্তবে বিশ্বের ভয়াবহ পরিণতির কথা জানাচ্ছে৷ আমেরিকা ও  কানাডায় দাবানল ও ইউরোপ ও এশিয়ার বন্যা, ভূমিকম্প প্রভৃতি এরূপ বহু ভয়াবহ পরিস্থিতির  সৃষ্টি হয়েছে সারাবিশ্বে, যা সরাসরি প্রভাব ফেলেছে মানবজীবন ও জীবিকার ওপর৷ এই উষ্ণতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ক্ষতিকর হওয়ার সম্ভাবনা রয়েছে৷