২০২৪ অলিম্পিক্সে ভারতের কুস্তিগিরদের দেখা যাবে কি না তা নিয়ে সমর্থকদের মনে প্রশ্ণ বাসা বেঁধেছে, যদিও এখনই অলিম্পিক্সে ভারতের কুস্তিগিরদের অনিশ্চয়তার কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি৷
গত বছর ২০২২-এ ফিফার নির্বাসনের খড়গাঘাত নেমে এসেছিল ভারতীয় ফুটবলের উপর৷ সর্বভারতীয় ফুটবল সংস্থাতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নিতে পারেনি ফুটবলের নিয়মক সংস্থা৷ সেই কারণে নির্বাসিত করা হয় ভারতকে৷ পরে যদিও সেই নির্বাসন তুলে নেওয়া হয়৷ কল্যাণ চৌবের হাত ধরে এখন এগিয়ে চলেছে ভারতীয় ফুটবল৷ সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রধান এখন কল্যাণ৷ কুস্তি সংস্থা থেকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে সহ-সভাপতি বিনোদ তোমরকে৷ জাতীয় কুস্তি সংস্থার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিজভূষণ শরণ সিংহকেও৷
অভিযোগ ব্রিজভূষণের বিরুদ্ধে, কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে নয়৷ তাই এখনই ফেডারেশনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ হওয়ার সম্ভাবনা নেই৷ কিন্তু মুশকিল অন্য জায়গায়৷ ভারতে কোনওরকম কুস্তি প্রতিযোগিতা হচ্ছে না৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক আপাতত কুস্তির সমস্ত প্রতিযোগিতা বাতিল করেছে৷ এই জটিলতা না কাটলে চিন্তায় পড়তে পারেন কুস্তিগিররা৷ কারণ এই বছরের সেপ্ঢেম্বরে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ৷ যে প্রতিযোগিতায় খেলে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করার সুযোগ পাবেন কুস্তিগিররা৷ কোনও কারণে সেই প্রতিযোগিতায় ভারতীয় কুস্তিগিররা না যেতে পারলে বা এখন কুস্তি প্রতিযোগিতা বন্ধ থাকায় কোনও ভালভাবে নিজেদের তৈরি করতে না পারলে বিপদে পড়বেন তাঁরা৷ সে ক্ষেত্রে অলিম্পিক্স নিয়ে চিন্তা শুরু হয়ে যেতে পারে কুস্তিগিরদের৷
গত বুধবার থেকে নয়াদিল্লির যন্তর মন্থরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কিছু কুস্তিগির৷ সেই দলে ছিলেন বিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকসহ একাধিক কুস্তিগির৷ তাঁদের অভিযোগ ব্রিজভূষণ একাধিক কুস্তিগিরকে নিগ্রহ করেছেন৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী বিনেশ দাবি করেছিলেন, লখনউয়ে জাতীয় শিবিরে মহিলা কুস্তিগিরদের নিয়মিত হেনস্থা করতেন কোচেরা৷ এমনকি,ব্রিজভূষণের ভয় দেখিয়ে জোর করে কুস্তিগিরদের সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা করতেন৷ বিনেশ দাবি জানিয়েছেন নিজে কোনও দিন এই পরিস্থিতির সম্মুখীন তাঁকে হতে হয়নি৷
এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ব্রিজভূষণ৷ তিনি জানান,‘‘ আমি বুঝতে পারছি না কেন এই অভিযোগ করা হচ্ছে৷ আমার বিরুদ্ধে বিনেশ অভিযোগ করেছে৷ কিন্তু তার আগে কি অন্য কোন কুস্তিগির এই অভিযোগ তুলেছিল৷ কেউ এগিয়ে এসেছিল? হঠাৎ করে এখন কেন অভিযোগ উঠছে? সবটাই ষড়যন্ত্র৷ এই অপবাদ নিয়ে থাকা যায় না৷’’