আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)৷ দু’দিন আগেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জয় শাহরা৷ প্রতিযোগিতার আয়োজন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি৷ এতে খুশি নন পাকিস্তানের ক্রিকেট কর্তারা৷ তাঁরা বিসিসিআইয়ের কাছে লিখিত ব্যাখ্যা চান৷
বিসিসিআইয়ের ব্যাখ্যা দাবি করে আইসিসিকে চিঠি দিল পিসিবি৷ আইসিসিকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল যে পাকিস্তানে যাবে না, তা বিসিসিআইকে লিখিত ভাবে জানাতে হবে তাদের৷ দল না পাঠানোর যুক্তিসঙ্গত কারণও দাবি করা হয়েছে পিসিবির তরফে৷ আগামী বছর ৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের তিনটি শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা৷ ভারতীয় দলের সব ম্যাচ লাহোরে আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল৷ কিন্তু জয়রা আইসিসিকে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পাকিস্তান সফরের অনুমতি দেয়নি৷ তাই তাঁদের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো সম্ভব নয়৷ ভারতের অবস্থান জানার পর আইসিসি গত সোমবার লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে দেয়৷
ভারতের অবস্থানে ক্ষুব্ধ পিসিবি৷ পাকিস্তানের এক ক্রিকেট কর্তা বলেছেন, ‘‘গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন করব না আমরা৷ অনেক আগে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে৷ আমরাই আয়োজন করব৷’’ এই ইস্যুতে আইসিসিকে পাল্টা চাপ দেওয়ার রাস্তা বেছে নিয়েছেন পাক ক্রিকেট কর্তারা৷ প্রয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পথও খোলা রাখছেন তাঁরা৷
বিসিসিআইয়ের বক্তব্য জানার পর আইসিসি কর্তারা ভারতের ম্যাচগুলির জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা শুরু করেছেন৷ সংযুক্ত আরব আমিরশাহিকে প্রস্তুত রাখা হচ্ছে৷ যদিও এ ব্যাপারে সরকারি ঘোষণা হয়নি৷ তাঁরা আপাতত যুযুধান দু’দেশের বোর্ড কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন৷
উল্লেখ্য, রাজনৈতিক সম্পর্কের কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ এক দশকের বেশি সময়৷ ২০০৭-০৮ মরসুমে শেষ বার ভারতের মাটিতে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দু’দেশ৷ ২০১২ সালে শেষ বার ভারতের মাটিতে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল দু’দল৷ তার পর থেকে বহুদলীয় প্রতিযোগিতা ছাড়া ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ হয় না৷ গত বছর এশিয়া কাপের জন্য বিসিসিআই রোহিতদের পাকিস্তানে না পাঠালেও এক দিনের বিশ্বকাপের সময় বাবর আজমদের ভারতে পাঠিয়েছিল পিসিবি৷