কিছু কিছু সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে হয়তো আবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে এশিয়ার একটি দেশ৷ ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের ইচ্ছাপ্রকাশ করে ফিফার কাছে সরকারিভাবে আবেদন জানায় সৌদি আরব৷
আগামী ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের দায়িত্ব কয়েকদিন আগেই বন্টন করেছে ফিফা৷ তিনটি মহাদেশের মধ্যে ছ’টি দেশে হবে ২০৩০ সালে বিশ্বকাপের ম্যাচগুলি৷ এবার ২০৩৪ সালের বিশ্বকাপ নিয়ে চিন্তাভাবনা শুরুতেই আবার হয়তো এশিয়ার কোন দেশ এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেতে পারে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ সবার আগে আবেদন জানিয়েছে সৌদি আরব৷ কাতারের পর আরব দুনিয়ার দ্বিতীয় দেশ হিসাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার ব্যাপারে আশাবাদী সৌদি আরবের ফুটবল কর্তারা৷ তবে তাদের লড়াই সহজ নাও হতে পারে৷ কারণ ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী অষ্ট্রেলিয়াও৷ বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার মতো সাতটি ষ্টেডিয়াম তাদের হাতে এখনই রয়েছে৷ এছাড়াও ৪০ হাজার দর্শকাসন রয়েছে এমন আরও ১৪টি স্টেডিয়ামকে তারা বিশ্বকাপ ফুটবলের জন্য ব্যবহার করতে প্রস্তুত৷ সেই অর্থে সৌদি আরবের পরিকাঠামো নেই৷ তবে ২০২৭ সালের এশিয়ান কাপের মধে বিশ্বকাপের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস দিয়েছেন সৌদি আরব৷
২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপের ম্যাচগুলি ইয়ূরোপ, উঃআমেরিকা, দঃআমেরিকা ও আফ্রিকায় অনুষ্ঠিত হবে৷ তাই ২০৩৪ সালের বিশ্বকাপ আবার এশিয়ায় হওয়ার সম্ভাবনা রয়েছে৷