লিখিত ভাবে আবেদন জানিয়েছে তারা৷ এই বছর অলিম্পিক্সের আগে ক্রীড়াবিদদের কেন্দ্র তরফে জানানো হয়েছিল অলিম্পিক্স আয়োজনের খুঁটিনাটি দেখে আসতে৷ যাতে ভারত অলিম্পিক্স আয়োজন করতে পারে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, গত ১ অক্টোবর আইওএ লিখিত ভাবে অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে৷ গত বছর কেন্দ্রীয় দফতর থেকে প্রথম বার ভারতের অলিম্পিক্স আয়োজনের কথা বলেছিলেন৷ তার পরেই শুরু হয়েছিল প্রস্তুতি৷ তবে ভারত আবেদন করলেই অলিম্পিক্স আয়োজনের অনুমতি পাবে এমন নয়৷ কারণ ভারত ছাড়াও ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার দৌড়ে রয়েছে সৌদি আরব, কাতার, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক৷
২০২৮ সালের অলিম্পিক্স হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে৷ ২০৩২ সালের অলিম্পিক্স আয়োজনের অধিকার পেয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন৷ আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান থমাস বাক জানিয়েছেন, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করতে চেয়ে অনেকগুলি শহর আবেদন করেছে৷ এবার ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার কথা ভারতের৷
‘‘২০৩৬ সালে ভারতের মাটিতে অলিম্পিক্স আয়োজন করার চেষ্টায় ভারতের কোনও খামতি থাকবে না৷ ১৪০ কোটি ভারতীয়ের এটা বহু দিনের স্বপ্ণ৷’’ যে যে দেশ ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য আবেদন করেছে, সেই দেশগুলির মধ্যে থেকে বেছে নেওয়া হবে আয়োজককে৷ তবে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা দেখবে কোন দেশ অলিম্পিক্স আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে যোগ্য৷ তার পর সিদ্ধান্ত নেবে তারা৷