সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
৯-১০ নভেম্বর ২০২৪, আনন্দনগরের কুর্মিডি আনন্দমার্গ প্রচারক সংঘ শাখার সৌজন্যে আয়োজিত বার্ষিক ২৪ ঘণ্টার অখণ্ড ’বাবা নাম কেবলম’ নাম সংকীর্তন মহোৎসব গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়৷ কীর্তন, সম্মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় পর্ব শেষে আচার্য মুক্তানন্দ অবধূত ও আচার্য দয়াশেখরানন্দ অবধূত, আচার্য দেবাত্মানন্দ অবধূত কীর্তনের মাহাত্ম্য ও এর আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরেন৷ আচার্য নারায়ণানন্দ অবধূত সমাজকল্যাণে আনন্দমার্গীদের নৈতিক দায়িত্ব ও কর্তব্যের কথা গভীর আন্তরিকতায় ব্যক্ত করেন৷ সবশেষে, নারায়ণ সেবার মাধ্যমে অনুষ্ঠানটি পরিপূর্ণতা লাভ করে৷