সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
২-৩ ডিসেম্বর,২৩ পুন্দাগ বাজার এ.আর.এম অফিস কম্পাউন্ডে স্থানীয় আনন্দমার্গ প্রচারক সংঘ শাখার উদ্যোগে বার্ষিক ২৪ ঘন্টা অখণ্ড অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র তথা ব্রহ্মমন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায় ও নারায়ণ সেবার আয়োজন করা হয় ও সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়৷ ২রা ডিসেম্বর,২৩ সকাল ১১টায় অখণ্ড নাম কীর্ত্তনের শুভারম্ভ হয়৷