২৪ঘন্টা ব্যাপী বাবা নাম কেবলম কীর্ত্তন ও তত্ত্বসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর ডায়োসিসের মাসিক কর্মসূচী অনুযায়ী ৪ঠা ও ৫ই এপ্রিল,২০২৪ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডের নিকটবর্তী বোরোজাম গ্রামে স্থানীয় আনন্দমার্গ প্রচারক সংঘের ইউনিটের পরিচালনায় ২৪ঘন্টা ব্যাপী ৰাৰা নাম কেবলম কীর্ত্তন অনুষ্ঠিত হল৷ কীর্ত্তন অনুষ্ঠানে গ্রামবাসীদের সহযোগিতা ও উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় ছিল৷ স্থানীয় মানুষজন ছাড়াও বিভিন্ন এলাকা থেকে অনেকেই এই কীর্ত্তন অনুষ্ঠানে যোগদান করেন৷ ৫ই এপ্রিল দুপুরে মিলিত আহারে গ্রামবাসীগণ সহ উপস্থিত সকলেই অংশ নেন৷ কীর্ত্তন অনুষ্ঠান শেষে মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় করা হয়৷ কীর্ত্তন ও আনন্দ মার্গ আদর্শ প্রসঙ্গে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত, রমেন্দ্রনাথ মাইতি, অসিত দত্ত প্রমুখ৷ এরপরে ছোটো আকারে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সেই অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন বৃহস্পতি দেব সিংহ, দীনবন্ধু আদক, জয়শ্রী নায়েক৷ প্রভাত সঙ্গীত অবলম্বনে দুটি নৃত্য পরিবেশন করে সবাইকে মোহিত করে দেয় চিরস্মিতা নায়েক৷ এই অনুষ্ঠানে সঞ্চালিকার দায়িত্ব পালন করেন শিউলি নায়েক প্রতিহার৷ এই প্রসঙ্গে উল্লেখ্য এই ইউনিটে অনেক বছর আগে কীর্ত্তন অনুষ্ঠান শুরু হয় সম্প্রতি পরলোকগত বিশিষ্ট আনন্দমার্গী গজেন্দ্রনাথ নায়েকের উদ্যোগে৷ এবছর এই কীর্ত্তন অনুষ্ঠানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তাঁদের পরিবারের সকলে৷