২৬তম বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ানসিপ জিতলেন পঙ্কজ, রানার্স সৌরভ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

 ২০০৩ সালে বিশ্বখেতাব প্রথমবার জিতেছিলেন পঙ্কজ আডবাণী৷ এই নিয়ে ‘লং ফর্মাট’ নবম বার জিতলেন৷ এছাড়া, ‘পয়েন্ট ফর্মাট’ জিতেছেন আটবার৷
ভারতের বিলিয়ার্ডস তারকা পঙ্কজ আডবাণীর মুকুটে আরও একটি পালক যোগ হল৷ দোহায় আয়োজিত আইবিএসএফ বিশ্ববিলিয়ার্ডস চ্যাম্পিয়ন বাংলার সৌরভ কোঠারিকে৷ ফল ১০০০-৪১৬৷ গত বছরও ফাইনালে সৌরভকে হারিয়েছিলেন পঙ্কজ৷ উচ্ছসিত পঙ্কজ বলেছেন, ‘‘আমার কাছে ধারাবাহিকতাই সাফল্যের মূল কথা৷ দেশের জন্য পদক আনা সবচেয়ে বড় প্রেরণা৷ আগেও এই খেতাব জিতেছি বলে এই অনুভূতিটা চেনা৷ বছরের পর বছর এভাবে জিতে যাওয়াটা যাবতীয় পরিশ্রমকে সার্থক করে তোলে৷’’
এদিন প্রথমে যদিও পঙ্কজ পিছিয়ে পড়েছিলেন৷ পর পর ম্যাচ খেলতে বাধ্য হওয়া সৌরভ যদিও এরপরে পিছিয়ে পড়েন৷ ম্যাচের পরে সৌরভ বলেছেন, ‘‘আমার সেমিফাইনাল প্রায় পাঁচ ঘন্টা ধরে চলেছিল৷ ফাইনালের জন্য বেশি সময় পাইনি৷ তাই আমার মনে হয় ক্লান্ত হয়ে পড়েছিলাম৷’’ সেমিফাইনালে সৌরভ হাড্ডাহাড্ডি লড়াই করে প্রায় পাঁচ ঘন্টার ম্যাচে ৯০০-৭৫৬ ফলে হারান ধ্রুব সিতওয়ালাকে৷ পাশাপাশি পঙ্কজ সেমিফাইনালে হারিয়েছিলেন সতীর্থ রূপেশ শাহকে৷ ফল ৯০০-২৭৩৷