৭৭ বছরে স্বদেশী শাসনের জগদ্দল পাথর বুকে নিয়ে আর কতদিন চলবে দেশবাসী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রবীন প্রাউটিষ্ট শ্রীপ্রভাত খাঁ বাঙলা নববর্ষের দিন শ্রীরামপুরে এক আলোচনায় বলেন---স্বদেশী শাসনের ৭৭ বছরের শোষণ বিদেশী ব্রিটিশের শোষণকে ছাড়িয়ে গেছে৷ ধনী দরিদ্র্যের মধ্যে  অর্থনৈতিক বৈষম্য, জাতিবিদ্বেষ দেশকে চরম অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে৷ শাসকদলের স্বৈরাচারি ভূমিকার সমালোচনা করছেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী৷

শ্রী খাঁ বলেন--- আজ বাংলা নববর্ষের দিন৷ তাই বাঙলার কথা  বিশেষ করে বলতে হচ্ছে তথা কথিত স্বাধীনতার ঊষালগ্ণ থেকেই বাঙলার উপর কেন্দ্রের বৈষম্যমূলক আচরণ, শোষণ বঞ্চনা নিপীড়ণ চলছেই৷ কিন্তু ২০২১শে হাজার হাজার কোটি টাকা ঢেলে, সাংঘটনিক প্রশাসনিক সবরকম শক্তি প্রয়োগ করেও বাঙলা দখলে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় সরকার বাঙলার প্রতি চরম বিদ্বেষপূর্ণ আচরণ করছে৷ বাঙলার প্রাপ্য টাকা  বাঙলাকে  দিচ্ছে না৷ স্বাধীনতার পর থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা পুঁজিবাদী শোষণ ও গত ৩৪ বছরের জড়বাদী তাণ্ডব বাঙলার সমাজ জীবনকে বিধবস্ত করে দিয়েছে৷ অর্থনীতি, রাজনীতি-শিল্প সাহিত্য সংস্কৃতি সর্বস্ব আজ পুঁজিবাদের কালো হাত কুক্ষিগত করে নিয়েছে৷ বাঙলার রাজনৈতিক নেতারা তাদের হাতের পুতুল মাত্র৷

শ্রী খাঁ প্রাউটিষ্টদের ডাক দিয়ে বলেন--- আজ  প্রাউটিষ্টদের এগিয়ে আসতে হবে বাঙলা তথা সমগ্র দেশকে বাঁচাতে৷ প্রাউটের সদ্‌বিপ্র নেতৃত্বকেই দেশের হাল ধরতে হবে৷ এই বাঙলা নববর্ষের দিন বাঙালী জনগোষ্ঠীর কাছে নবজাগরণের দিন হোক৷ সব ভেদ, বিভেদ, বিদ্বেষ ভুলে বাঙালীকে ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে সর্বপ্রকার শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে৷ গড়ে তুলতে সর্বপ্রকার শোষণমুক্ত বাঙলা৷ এখান থেকে প্রেরণা পাবে ভারতের অন্য প্রদেশের শোষিত জনগোষ্ঠীগুলি৷ পরিশেষে শ্রী খাঁ বলেন--- প্রাউটিষ্টদের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে বাঙলা, ভারত ও এক নোতুন পৃথিবী স্বদেশী শাসনের জগদ্দল পাথর সরিয়ে৷