সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
কলকাতা ঃ গত ৮ই অক্টোবর কলকাতার ভি.আই.পি. নগরস্থিত আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে কীর্ত্তন দিবস পালিত হয়৷ এখানে উল্লেখ ১৯৬৯ সালের ৮ই অক্টোবর তৎকালীন রাঁচী জেলার (বর্তমানে হাজারিবাগ জেলার) আমঝরিয়ায় মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ‘ৰাৰা নাম কেবলম্’ এই অষ্টাক্ষরীয় সিদ্ধমন্ত্র দেন৷ তারপর থেকে প্রতি বছর ৮ই অক্টোবর কীর্ত্তন দিবস হিসাবে পালন করা হচ্ছে৷
এদিন কীর্ত্তন দিবস উপলক্ষ্যে বিকেল ৩টে থেকে অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এরপর মিলিত সাধনা ও গুরুপূজার পর কীর্ত্তন মহিমার ওপর বক্তব্য রাখেন সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ তিনি ‘ৰাৰা’র কীর্ত্তন প্রবর্ত্তনের ইতিহাস তুলে ধরেন৷ তিনি বলেন প্রতিটি মানুষের যখনই সময় পাবে কীর্ত্তন করে নেওয়া উচিত৷ কীর্ত্তন মানুষের জীবনে পরমার্থ লাভ ঘটিয়ে দোয়৷