৮ই মার্চ গার্লস প্রাউটিষ্ট পক্ষ থেকে পালিত হল- ‘বিশ্ব নারীদিবস’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৮ই মার্চ ২০২৫ শনিবার কৃষ্ণনগর ডিট এস --- এল তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা আনন্দ শিবধ্যানা আচার্যার উদ্যোগে নদীয়া জেলা গার্লসপ্রাউটিষ্ট এর পক্ষ থেকে শতাধিক সদস্যার উপস্থিতিতে বিশ্ব নারীদিবস উদযাপন করা হয়৷ ওই দিন বেলা ৩টের সময় একটি সুসজ্জিত মিছিল কৃষ্ণনগর মোমিন পার্ক থেকে যাত্রা শুরু করে স্বর্ণময়ী পুকুর রোড হয়ে কৃষ্ণনগরের জনবহুল পথ ধরে জজোর্ট, পোষ্টফিস মোড়, কোতোয়ালী থানা হয়ে পোষ্টফিস মোড়ে ফিরে আসে৷ জজকোর্ট মোড়,পোষ্টফিস মোড়ে দুটি পথসভা হয়৷ পথসভায় বক্তব্য রাখেন---ডিটি এস---এল কৃষ্ণনগর অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যা, আনন্দমার্গ উনিভার্সাল রিলিফ টিমের সেক্টোরিয়াল সেক্রেটারী (দিল্লি সেক্টর) অবধূতিকা আনন্দ রসপ্রভা আচার্যা, গার্লস প্রাউটিষ্ট এর পক্ষে শ্রীমতী তৃপ্তি বিশ্বাস, আনন্দমার্গ উইমেন্স ওয়েল ফেয়ার ডিপার্টমেন্ট নদীয়া জেলা সচিব শ্রীমতী কাজল সরকার ও আনন্দমার্গ গার্স ভলান্টিয়ারের নদীয়া জেলার সচিব শ্রীমতী তনুকা সরকার প্রমুখ৷ তাঁদের বক্তব্যে মুলতঃ বার বার উঠে আসছিলো---সমাজের সর্বস্তরেই পুরুষের সাথে নারীদেরও সমান অধিকারের কথা, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা নিরাপত্তার সুব্যবস্থার কথা, পণপ্রথার মত অপমানজনক অবস্থার বিলোপ সাধন সহ সমস্ত রকম কুসংস্কার থেকে বেরিয়ে এসে মুক্ত আলোকে আলোকিত করতে বিশ্বের সমস্ত নারীকে এগিয়ে আসতে হবে দ্রুত পদবিক্ষেপে৷ স্বেচ্ছাচারিতামুক্ত স্বাধীনতা চাই, চাই আধ্যাত্মিক অনুশীলনের স্বাধীনতা, নবমানবতাবাদী শিক্ষার আলোকে উজ্জ্বল জীবনে পৌঁছে যাবার সংকেত৷ বহূ মানুষ বক্তাদের বক্তব্যে আকৃষ্ঠ হয়ে বক্তব্য শোণেন৷