১৯৬৯ সালের এ্যাপোলো-১১ চন্দ্রাভিযানের অন্যতম নায়ক ছিলেন তিনি৷ মহাকাশচারী নীল আর্মষ্ট্রংয়ের ঠিক ১৯ মিনিট পর তিনি চন্দ্রপৃষ্ঠে পা রেখে ছিলেন৷ গত ২০শে জানুয়ারী ছিল তার জন্মদিন, আর সেদিনই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিলেন বিখ্যাত মহাকাশচারী এডুইন অলড্রিন৷ ৯৩ বছর বয়সে বিয়ে করলেন দীর্ঘদিনের বান্ধবী এ্যামকা ফউরকে৷ আমেরিকার লস এঞ্জেলসে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হয় দুজনের৷ শনিবার নিজেই তার বিয়ের ছবি ট্যুইট করেন৷ প্রবীন মহাকাশচারীর বিয়ের খবর প্রকাশ্যে আসামাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ নবদম্পত্তিকে শুভেচ্ছা জানিয়েছেন অলড্রিনের লক্ষ লক্ষ অনুরাগী৷ ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই পোষ্টটি দেখেছেন প্রায় ১৮ লক্ষ মানুষ৷
উল্লেখ্য এর আগেও তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অলড্রিন৷ শেষবার তার ডিভোর্স হয় ১৯১২ সালে৷ খবরে প্রকাশ একাকীত্ব থেকে মুক্তি পেতেই ৬৩ বছর বয়সী বান্ধবী এ্যামকার হাত ধরলেন তিনি৷
১৯৬৯ সালে এ্যাপোলো-১১ চন্দ্রাভিযানে গিয়েছিলেন অলড্রিন-এর সঙ্গে ছিলেন নীল আমষ্ট্রং ও মাইকেল কলিন্স৷ ২০শে জুলাই চন্দ্রপৃষ্টে প্রথম পা রাখেন নীল আর্মষ্ট্রং৷ তার ১৯ মিনিট পর এই বিরল অভিজ্ঞতার সাক্ষী হন তার সঙ্গী এডুইন ওরফে বাজ অলড্রিন৷
মহাকাশ অভিযানের ইতিহাসে দুজন অমরত্ব লাভ করেন৷