সংবাদদাতা
পি.এন.এ.
সময়
পৌষি ঠাণ্ডায় পিঠে পুলির মজাটাই আলাদা, তবে আবহাওয়ার সৌজন্যে বাঙালীর ভাগ্যে এবার পিঠেপুলির মজাটা ছিনিয়ে নিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা৷ এমনই বার্র্ত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস৷ আবহাওয়া অফিসের পূর্র্বভাস অনুযায়ী ১১ই জানুয়ারী থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে৷ দুদিন পরেই কলিকাতা ও কলিকাতা সংলগ্ণ জেলা গুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে৷ অর্থাৎ আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী ১৩ ও ১৪ই জানুয়ারী কলিকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে৷ ১৪ই জানুয়ারী মকর সংক্রান্তি৷