আবাসিক ছাত্রদের মানসাধ্যাত্মিক অনুশীলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মানুষের জীবন ত্রি-স্তরীয় জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক৷ সকলেই জাগতিক উন্নতি নিয়ে ব্যস্ত থাকে৷ মানস-আধ্যাত্মিক কল্যাণ ও উন্নতির ব্যাপারে খুবই নগণ্য সংখ্যক চিন্তা-ভাবনা করেন৷ কিন্তু আনন্দমার্গ পাঁচ বছর বয়স থেকেই মানসাধ্যাত্মিক শিক্ষা ও অনুশীলন করে থাকে৷ আবাসিক ছাত্রদের দুই বেলা নিয়মিত অনুশীলন করতেই হয়৷ আনন্দনগরে প্রতি রবিবার সকালে হাইস্কুলের সমস্ত আবাসিক ছাত্রদের মিলিতভাবে মানসাধ্যাত্মিক অনুশীলন করা হয়ে থাকে৷