আচার্য গুণময়ানন্দ অবধূত স্মৃতি অনূধর্ব-১৪ নক্‌আউট ফুটবল টুর্নামেন্ট

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৫ই ডিসেম্বর,২৩ প্রাক্তন আনন্দমার্গ শিশুসদনের ছেলেদের দ্বারা আয়োজিত একদিবসীয় ৮ দলের অনূধর্ব-১৪ নক্‌আউট ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয় মধ্য আনন্দনগর আনন্দমার্গ প্রাইমারী স্কুল মাঠে৷ (এস.এস.এ.সি) চিলড্রেন্স হোম ২-০ গোলে দহিট্যাঁড়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়৷ দলকে ট্রফি, ফুটবল, দেড় হাজার টাকা ও সব প্লেয়ারদের মেডেল দেওয়া হয়৷ রানার্স আপদহিট্যাঁড়কে ট্রফি, ফুটবল, একহাজার টাকা ও সব প্লেয়ারদের মেডেল দেওয়া হয়৷ টুর্ণামেন্টের বেষ্ট প্লেয়ার---বরুণ দেব, বেষ্ট ডিফেন্ডার সাগর মাঝি, বেষ্ট গোলকিপার শোভনদেব৷