আচার্য কীর্ত্যানন্দ অবধূত গ্রামীণ ফুটবল লীগ শুরু

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা স্কুল, কোচিং, মোবাইল ব্যতিরেকে খেলাধুলার প্রতি আগ্রহ ও আকর্ষণ হারিয়ে যাচ্ছে বা গেছে বললে তেমন ভুল হবেনা৷ অনেক ক্ষেত্রেই যুবসমাজকে ইদানিং দেখা যায় অ্যালকোহলের প্রতি অত্যধিক আকর্ষিত ও অসামাজিক কাজে লিপ্ত হতে৷ সামাজিক এই অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতেSSAC-আনন্দনগর গ্রামের ছেলেমেয়েদের খেলাধুলার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে বিবিধ পরিকল্পনা নিয়েছে৷ প্রতিবছর শিশু বয়স থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত ফুটবল টুর্নামেন্ট ও লীগ খেলার আয়োজন করে থাকে৷ এরমাধ্যমে প্রতিভা সম্পন্ন ছেলে ও মেয়েদের চিহ্ণিত করা হয়৷ প্রতিভা সম্পন্নদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হয় যাতে ভবিষ্যতে সমাজের অমূল্য সম্পদে পরিণত হয়৷

এই লক্ষ্যকে সামনে রেখে গত ২০শে জুলাই’২৪ থেকে আনন্দনগরে আচার্য কীর্ত্যানন্দ অবধূত গ্রামীণ ফুটবল লীগ শুরু হয়েছে৷ মোট দশটি দল লীগ খেলায় অংশগ্রহণ করছে৷ ৪ঠা আগষ্ট’২৪ গ্রুপের ফাইনাল ম্যাচ সম্পূর্ণ হবে৷ তারপর এই লীগের নক আউট কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের সূচী দেওয়া হবে৷