আদর্শ সমাজ গঠনে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বহুমুখী অবদান প্রসঙ্গে আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পোর্টব্লেয়ার : গত ১লা মার্চ পোর্টব্লেয়ার জঙ্গলীঘাটস্থিত আনন্দমার্গ মিড্ল স্কুলে রেণেশাঁ ইয়ূনিবার্সালের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ এই আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন আন্দামান ফিশারিজের ডাইরেক্টর ডঃ উৎপল কুমার সর, সম্মানীয় অতিথি ছিলেন পোর্টব্লেয়ার জে.এন.আর.এম. কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডঃ রাসবিহারী বন্দ্যোপাধ্যায়৷ প্রধান বক্তা ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য প্রসূণানন্দ অবধূত৷ অনুষ্ঠানের শুরুতে মার্গগুরুদেবের প্রতিকৃতিতে মাল্যদান করেন সম্মানীয় অতিথিবৃন্দ ও প্রধান বক্তা৷ অনুষ্ঠানের সূচনা হয় প্রভাত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে৷ এরপর রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাশোসিয়েশনের (রাওয়া) শিল্পীবৃন্দ প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন৷

এরপর স্বাগত বক্তব্য রাখেন আচার্য বীতন্দ্রানন্দ অবধূত৷ সম্মানীয় অতিথি ডঃ রাসবিহারী বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে নব্যমানবতাবাদী শিক্ষার বিশেষত্ব তুলে ধরেন৷ এরপর প্রধান বক্তা আচার্য প্রসূণানন্দ অবধূত তাঁর বক্তব্যে সমাজের শিক্ষা, রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিক জগতের সার্বিক অবক্ষয়ের দিকগুলি তুলে ধরেন৷ তিনি বলেন মানুষের ভোগমুখী দৃষ্টিভঙ্গীর কারণে এত সমস্যা, সভ্যতার এই সঙ্কট৷ আনন্দমার্গ দর্শনের বাস্তবোচিত পরিকল্পনাই সমাজ ও সভ্যতাকে বর্তমান সমস্যা ও সঙ্কট থেকে মুক্ত করতে পারে৷

প্রধান অতিথি ডঃ উৎপল সর বলেন---স্বামীজীর মুখে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জীবন দর্শনের বহুমুখী অবদানের কথা শুনে আমি অভিভূত৷ এ বিষয়ে আরও বিশদভাবে জানার আগ্রহ রইল৷ পরিশেষে পোর্টব্লেয়ার আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য বিবেকরঞ্জনানন্দ অবধূত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷