আঢ়ষায় ‘যোগ’ বিষয়ে আলোচনা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পুরুলিয়ার আঢ়ষা হাইস্কুলে গত ১৪ই সেপ্ঢেম্বর যোগ সাধনা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও দুই শতাধিক ছাত্রছাত্রা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন৷

আলোচনা সভায় বক্তব্য রাখেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত, আচার্য শুভদীপানন্দ অবধূত ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ ছাত্র-ছাত্রাদের যোগাসন ও কৌশিকী নৃত্য শিক্ষা দেন আচার্য শুভদীপানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দনিরুক্তা আচার্যা৷ ছাত্রছাত্রারা অত্যন্ত আগ্রহেরসঙ্গে আলোচনা শোনেন ও যোগ চর্চায় আগ্রহী হন৷

ওই দিন বিকালে স্কুলের সম্মেলন কক্ষে প্রভাত সঙ্গীত দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ পুরুলিয়া শহরের একটি সাংস্কৃতিক শাখা ও স্থানীয় বেশ কিছু কলাকুশলী প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন৷  সভায় প্রভাত সঙ্গীত বিষয়ে বক্তব্য রাখেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত, আচার্য শুভদীপানন্দ অবধূত, অবধূতিকা আনন্দনিরুক্তা আচার্যা ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷

সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন ভুক্তিপ্রধান প্রফুল্ল মাহাত ও স্থানীয় মার্গী ভাইবোনেরা৷