আধ্যাত্মিক আন্দোলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কয়েক বছর আগেও আনন্দনগরে কয়েকটি জায়গায় ছাড়া অখণ্ড নাম-সংকীর্ত্তন হতো না৷ এখনতো কীর্ত্তনের তারিখ দেওয়া সম্ভব হয়ে উঠে না৷ ছুটির দিনে কোন না কোনো অনুষ্ঠান থাকেই৷ বিশেষ করে যেখানে একবার কীর্ত্তনের আয়োজন করা হয়ে থাকে ওরা প্রায় প্রত্যেকেই ওই কীর্ত্তনকে বাৎসরিক অনুষ্ঠান হিসেবে পালন করতে চায়৷ তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে আনন্দমার্গের অনুগামী না হয়েও কীর্ত্তন করতে এগিয়ে আসছেন৷ ‘বাবা নাম কেবলম্‌’ কীর্ত্তনের মাহাত্ম্য ও আধ্যাত্মিক তরঙ্গ সকলকে আন্দোলিত ও উদ্বেলিত করে তোলে৷ আমাদের লক্ষ্য প্রতিদিন আনন্দনগরে কোথাও না কোথাও সংগঠিত কীর্ত্তন হোক৷ কীর্ত্তনের প্রভাবে সকলের কল্যাণ হোক, সকলের মধ্যে শুভ-ভাবনার উদয় হোক৷

১৭ই মার্চ’২৪ জিওদারু গ্রামের সম্মিলিত প্রয়াসে ছয় ঘণ্টার নাম সংকীর্ত্তন, নগর কীর্ত্তন, তত্ত্বসভা, মিলিত ঈশ্বর প্রণিধাণ, বর্ণার্ঘ্যদান ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷ প্রতি মাসে তৃতীয় রবিবার হিসেবে বাবা স্মৃতি শৌধে তিন ঘণ্টা নাম-সংকীর্ত্তন ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷