আগামী বছরেই জি.আই তকমা ভারত সেরা হবে পশ্চিমবঙ্গ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জি.আই যুক্ত সামগ্রীর নিরিখের আগামী বছরেই সারা দেশের মধ্যে এক নম্বরে আসতে চলেছে৷ এই মুহূর্তে বাঙলায় ২২টি পণ্য জি.আই স্বীকৃতি প্রাপ্ত৷ আরও ৩০টি পণ্য এই তকমা পাওয়ার দৌড়ে রয়েছে৷ বর্তমানে বাঙলায় জি.আই প্রাপ্ত পণ্যগুলি হল--- দার্জিলিং চা, শান্তিনিকেতনের চামড়ার সামগ্রী, নকশিকাঁথা, হিমসাগর আম, লক্ষণভোগ আম, ফজলি আম,শান্তিপুরী শাড়ী, ধনেখালি শাড়ী,বালুচরী শাড়ী, জয়নগরের মোয়া,  বর্ধমানের সীতাভোগ,মিহিদানা, রসগোল্লা, গোবিন্দ ভোগ চাল, তুলাইপঞ্জিচাল, বাঙলার পটচিত্র, ডোকরা শিল্প, মাদুরকাটি, বাঁকুড়ার পাচমুড়ার টেরা কোটা ঘোড়া, পুরুলিয়ার ছৌমুখোশ, কুশমুণ্ডীর কাঠের মুখোশ, ডালে খুরশানি (পাহাড়ী লঙ্কা) প্রভৃতি৷