সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়
ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ২০২৪-২৫ মরসুম শুরু হবে ১৩ সেপ্ঢেম্বর৷ ১৩২ দিন পর শুরু নতুন মরসুম৷ আইএসএলের দলগুলির কাছে প্রস্তুতির জন্য সময় রয়েছে আর এক মাস৷
মোহনবাগান সুপার জায়ান্ট গত মরসুমে লিগ জিতেছিল৷ ৪৮ পয়েন্ট পেয়েছিল তারা৷ সেই খেতাভ ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা৷ অন্য দিকে, মুম্বই সিটি এফসি জিতেছিল আইএসএল কাপ৷ গত মরসুমের আইএসএল কাপ ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল তারা৷ এই মরসুমে ১৩ সেপ্ঢেম্বর থেকে আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ জয়ের জন্য, লিগের দলগুলো আবারও তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে৷
সব ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ চ্যানেলে৷ আইএসএল শুরুর দিন ঘোষণা করলেও এখনও পুরো সূচি ঘোষণা করা হয়নি৷ কোন ম্যাচ দিয়ে লিগ শুরু হবে সেটাও জানানো হয়নি৷ কিছু দিনের মধ্যে তা ঘোষণা করে দেওয়া হবে৷