আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকেই শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফির শুরু হওয়ার পর এবার রঞ্জি আয়োজিত হতে চলেছে৷ বিজয় হাজারে ট্রফি হবে না রঞ্জি হবে এই দোনামোনায় থাকার পর ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারি ভাবে না জানালেও  এইটুকু জানানো হয়েছে যে বিভিন্ন রাজ্য তাদের তৈরীর কথা ভাবতে শুরু করুক কারণ সামনের মাসেই রঞ্জির হবার সম্ভাবনা চূড়ান্ত৷ গত বুধবার রঞ্জি ট্রফির জন্য বাংলা দলও ঘোষণা করে দিয়েছে, এমনটাই জানিয়েছেন কোচ অরুণ লাল৷

তিনি আরও বলেন‘‘দল ভালই খেলছে৷ অতিমারির কারণে ফিটনেসের সমস্যা রয়েছে৷ ফিল্ডিং নিয়ে চিন্তা রয়েছে৷ বাংলার বোলিং আক্রমণ এখনও ভারতের মধ্যে সেরা৷ আমরা ভালই করব৷ আমাদের মূল মন্ত্র পরিশ্রম৷ গত মরসুমে রঞ্জিতে আমরা রানার্স হয়েছিলাম৷ এবারে চ্যাম্পিয়ান হওয়ার জন্যই নামবে বাংলা৷ মুস্তাক আলি ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলা৷ রঞ্জির আগে নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবে বলেই মনে করছি৷’’ কিন্তু এতকিছুর মধ্যে একটা জিনিস স্পষ্ট যে এবারের রঞ্জিতে হয়ত মনোজ তিওয়ারি খেলতে নাও পারেন৷ কারণ তাঁর হাঁটুর চোট৷ তাই বাংলাকে এবারে মনোজকে ছাড়াই দল তৈরী করতে হতে পারে৷

এইক্ষেত্রে মনোজ জানান---‘‘আগের মুস্তাক আলি ট্রফিতে ভাল পারফর্ম করতে পারিনি ৷ সিনিয়রদের আরও বেশি করে গুরুদায়িত্ব নিতে হবে৷ কারণ আমার হাঁটুতে চোট রয়েছে৷ কয়েক দিনের মধ্যে বুঝতে পারব খেলতে পারব কি না আগামী টুর্নামেন্টে৷’’