অগ্ণীশ নাট্য গোষ্ঠীর ১২ বছর

সংবাদদাতা
অম্বর চট্যোপাধ্যায়
সময়

উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলে ‘‘অগ্ণীশ’’ নাট্যগোষ্ঠী নানান অসুবিধাকে হয় করে ১২ বছরে পদার্পণ করলো৷ সংস্থাটি ১২ বছরে  আর্থিক  অসুবিধার  মধ্যে দিয়ে ৪৫টি নাটক মঞ্চস্থ করেছে৷ নাটকের মাধ্যমে ‘‘লোকশিবে হয়’’ এই অমোঘ বাক্যটি প্রবাদ পুরুষ শ্রী রামকৃষ্ণদেবের৷ একে  পাথেয় করে অগ্ণীশ অনেক দূর পর্যন্ত এগোতে চায় ৷ ৬ই সেপ্ঢেম্বর তপন  থিয়েটারে  ‘‘পুরোনো সুবাস’’ মঞ্চস্থ হবে৷  ১৩ ই সেপ্ঢেম্বর মিনার্র্ভ থিয়েটারে ‘‘ভগবান কোথায়’’ সারা জাগাবে৷ মানুষের প্রতি অগ্ণীশের  বার্র্ত, নাটককে জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করে নাটকমুখী হোন৷