সংবাদদাতা
অম্বর চট্টোপাধ্যায়
সময়
গত ১৩ই সেপ্ঢেম্বর ২০১৭, বুধবার মিনার্র্ভ থিয়েটারে অগ্ণীশ নাট্যগোষ্ঠী তাদের দলের ১২ বছর উপলক্ষ্যে ‘‘ভগবান কোথায়’’ নামক একটি নাটক উপস্থাপন করে৷ নাটকে নির্দেশনা ও মূল চরিত্রের অভিনয়ে ছিলেন শিবাশিষ সেনগুপ্ত৷ অন্যান্য যাঁরা অভিনয় করেন তাঁরা হলেন সৌরভ সাহা , শিলাজিৎ দাস, অর্ণব বোস, সৌগত সিং, রণিত ঘোষ , কাবেরী ঘোষ, প্রশান্ত ঘোষ প্রমুখ৷ অভিনয়গুণে নাটকটি দর্শকদের প্রশংসা পায়৷