আগরতলায় ‘আমরা বাঙালী’ দলের বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২রা মার্চ আগরতলায় শিবনগর কলেজ রোডে ‘আমরা বাঙালী’ রাজ্য কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন---রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতে কর্ণাটকের বাসিন্দা নবীন শেখ রাপ্পা নামে এক ছাত্র নিহত হয়েছে৷ একজন ভারতীয় হিসেবে আমরা এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত৷ ‘আমরা বাঙালী’ দলের পক্ষ থেকে নিহত ছাত্রের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি ও ভারত সরকারের কাছে দাবী জানাচ্ছি ইউক্রেনে আটকে পড়া সমস্ত ছাত্র-ছাত্রাদের ও অন্য ভারতীয়দের যেন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয় ও তাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যেন ভারত সরকার নেয়৷

আমরা জানি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আজ এক সপ্তাহ অতিক্রম করেছে৷ আক্রান্ত দেশ ইউক্রেন ইতিমধ্যে প্রভূত ক্ষয়ক্ষতির শিকার হয়েছে৷ গত মঙ্গলবার ইউক্রেন যুদ্ধে রাশিয়া নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে, যা যেকোন যুদ্ধে  এই প্রথম ব্যবহার করা হল৷ রাশিয়া পরমাণু যুদ্ধেরও হুমকি দিয়েছে৷ ইতিমধ্যে বিশ্ববাসী আরেকটা বিশ্বযুদ্ধের আশঙ্কায় ভুগছে এই অবস্থায় রুশ ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা কতটা ফলপ্রশূ হবে তা নিয়ে বিশ্ব নেতৃত্ব যথেষ্ট সন্ধিহান৷ চলতি যুদ্ধ পরিস্থিতি যদি আরও অবনতি হয় ও তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় তবে এক মহা ধবংস লীলার সম্মুখীন হবে গোটা বিশ্ব৷ রাশিয়া ভারতের স্বাভাবিক মিত্র ও অতীতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে রাশিয়া ভারতের পাশে থেকেছে৷ তবে এই মুহূর্তে ভারত তথা বিশ্ববাসীকে যুদ্ধের ধবংসলীলা থেকে বাঁচাতে ও মানবতাকে বাঁচাতে ভারতবর্ষের সক্রীয় ভূমিকা নেওয়া অবশ্যই প্রয়োজন৷ আমরা ভারত তথা কেন্দ্রীয় সরকারের কাছে দাবী জানাচ্ছি সরকার যেন আলাপ আলোচনা করে অথবা পরোক্ষ চাপ সৃষ্টি করে রাশিয়াকে যুদ্ধ থেকে নিবৃত্ত করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করে৷ বড় ও শক্তিশালী দেশ হিসেবে রাশিয়ারী উচিত আগে যুদ্ধ থেকে নিবৃর্ত হওয়া তবে যুদ্ধ বন্ধ হবে ও পৃথিবী বাঁচবে৷

শ্রী গৌরাঙ্গরুদ্র পাল আরও বলেন---প্রাউটের পথে আমরা বাঙালীর সমাজ আন্দোলনই বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে পারে৷ কারণ ‘আমরা বাঙালী’ পরিকল্পিত স্বয়ংসম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চলই আজকের আসমান জমিন অর্থনৈতিক বৈষম্য দুর করতে পারে৷ তখন বৃহৎ রাষ্ট্র বলে কিছু থাকবে না ঔপনিবেশিক শোষণও বন্ধ হবে৷