আগরতলায় ‘আমরা বাঙালী’র বিধানসভা নির্বাচনোত্তর পর্যালোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে মার্চ,২০২৩ ইংরেজি আগরতলা শিবনগরস্থিত ‘আমরা বাঙালী’ রাজ্য কার্যালয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের (২০২৩) ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় রাজ্য কমিটির সদস্য/সদস্যাগণ ছাড়াও দলের পক্ষে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারাও উপস্থিত ছিলেন৷ পর্যালোচনা সভায় যে তথ্য উঠে এসেছে, তাতে দেখা গেছে প্রচারের ক্ষেত্রে আর্থিক সমস্যা, শাসকদলের হুমকি, ধমকি, বাধা দান ইত্যাদি থাকা সত্ত্বেও অতীতের তুলনায় এ বছর আমরা বাঙালীর সব প্রার্থীগণেরই অনেক বোট (ভোট) বেড়েছে যা প্রমাণ করে আমরা বাঙালীর বক্তব্যের গ্রহণযোগ্যতা বর্তমানে অনেক বেড়ে গেছে৷ এতে প্রমাণিত হচ্ছে সিপিএম, কংগ্রেস, বিজেপি শাসন দেখার পর আগামী দিনে আমরা বাঙালী দলকেই সবাই বিকল্প হিসাবে ভাবতে শুরু করেছে৷ এতে সভায় উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করে৷  সেই সঙ্গে আমরা বাঙালীর পক্ষে গণরায়কে মাথা পেতে নিয়ে রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়৷ ভবিষ্যতে গ্রেটার তিপ্রাল্যাণ্ড ও এন.আর.সি-র বিপদ থেকে রক্ষা করে বাঙালী জাতির অস্তিত্ব, অধিকার প্রতিষ্ঠা করতে তথা রাজ্যবাসীর সার্বিক কল্যাণে দল এক সুসংহত কর্মসূচী গ্রহণ করে৷ সিদ্ধান্ত হয়েছে ঘটনমূলক কাজে দল সর্বদা সরকারের পাশে থাকলেও বাঙালী তথা জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে আগামী দিনে আমরা বাঙালী দল জনগণকে নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন জারি রাখবে৷ তবে আগে আগামী তিন মাসের মধ্যে দলের সর্বস্তরে সংঘটনকে ঢেলে সাজাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেই সঙ্গে দলের পক্ষ থেকে চলমান রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করে জনকল্যাণমূলক কাজে মনোনিবেশ করার জন্যে শাসক দল তথা প্রতিষ্ঠিত সরকারে কাছে আবেদন রাখা হয়৷