গত ১৯শে মার্চ,২০২৩ ইংরেজি আগরতলা শিবনগরস্থিত ‘আমরা বাঙালী’ রাজ্য কার্যালয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের (২০২৩) ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় রাজ্য কমিটির সদস্য/সদস্যাগণ ছাড়াও দলের পক্ষে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারাও উপস্থিত ছিলেন৷ পর্যালোচনা সভায় যে তথ্য উঠে এসেছে, তাতে দেখা গেছে প্রচারের ক্ষেত্রে আর্থিক সমস্যা, শাসকদলের হুমকি, ধমকি, বাধা দান ইত্যাদি থাকা সত্ত্বেও অতীতের তুলনায় এ বছর আমরা বাঙালীর সব প্রার্থীগণেরই অনেক বোট (ভোট) বেড়েছে যা প্রমাণ করে আমরা বাঙালীর বক্তব্যের গ্রহণযোগ্যতা বর্তমানে অনেক বেড়ে গেছে৷ এতে প্রমাণিত হচ্ছে সিপিএম, কংগ্রেস, বিজেপি শাসন দেখার পর আগামী দিনে আমরা বাঙালী দলকেই সবাই বিকল্প হিসাবে ভাবতে শুরু করেছে৷ এতে সভায় উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করে৷ সেই সঙ্গে আমরা বাঙালীর পক্ষে গণরায়কে মাথা পেতে নিয়ে রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়৷ ভবিষ্যতে গ্রেটার তিপ্রাল্যাণ্ড ও এন.আর.সি-র বিপদ থেকে রক্ষা করে বাঙালী জাতির অস্তিত্ব, অধিকার প্রতিষ্ঠা করতে তথা রাজ্যবাসীর সার্বিক কল্যাণে দল এক সুসংহত কর্মসূচী গ্রহণ করে৷ সিদ্ধান্ত হয়েছে ঘটনমূলক কাজে দল সর্বদা সরকারের পাশে থাকলেও বাঙালী তথা জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে আগামী দিনে আমরা বাঙালী দল জনগণকে নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন জারি রাখবে৷ তবে আগে আগামী তিন মাসের মধ্যে দলের সর্বস্তরে সংঘটনকে ঢেলে সাজাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেই সঙ্গে দলের পক্ষ থেকে চলমান রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করে জনকল্যাণমূলক কাজে মনোনিবেশ করার জন্যে শাসক দল তথা প্রতিষ্ঠিত সরকারে কাছে আবেদন রাখা হয়৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়