আগরতলায় প্রাউট প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৯-১০ই ডিসেম্বর, ইয়ূনিবার্র্সল প্রাউষ্টিট স্টুডেন্ট ফেডারেশন ও ইয়ূথ ফেডারেশনের ত্রিপুরা শাখার উদ্যোগে প্রাউট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় কলেজটিলা আনন্দমার্গ আশ্রমে৷ দুইশতাধিক ছাত্রযুব প্রশিক্ষণ শিবিরে যোগ দেন৷ প্রশিক্ষক ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের সেক্রেটারী জেনারেল আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, গৌরাঙ্গরুদ্র পাল, দানীশ পাল প্রমুখ৷ শিবিরে আলোচনায় প্রাউটের সামাজিক অর্থনৈতিক বিষয় ছাড়াও ছাত্র-ছাত্রাদের নৈতিক মান ও  চরিত্র গঠনের ওপর জোর দেওয়া হয়৷

১০ই ডিসেম্বর অপরাহ্ণে ছাত্রযুবদের একটি সুসজ্জিত শোভাযাত্রা শহরের বিভিন্ন পথপরিক্রমা করে শকুন্তলা রোডে সমবেত হয়৷ সেখানে একটি সভায় বক্তব্য রাখেন  গৌতম দেব বিপ্লব দাস ও গীতাঞ্জলি দাস৷