আগুনের গ্রাসে দিল্লি-বিশাখাপত্তনম এক্সপ্রেস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে মে নিজামুদ্দিন ষ্টেশন থেকে গোয়ালিয়রের বিড়লানগর ষ্টেশনে ঢোকার ২ কি.মি. আগে ২২৪১৬ বিশাখাপত্তনম্-দিল্লি-অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেসে ভয়বহ আগুন লাগে৷ দেখা যায় ট্রেনটির পরপর তিনটি কোচে আগুন লেগেছে৷ এক্সপ্রেস ট্রেনটির বি-৫, বি-৬ ও বি-৭ কোচগুলি দাউ দাউ করে জ্বলছে৷ সঙ্গে সঙ্গে ট্রেনটি  ঘটনাস্থলেই দাঁড় করানো হয়৷ কোচগুলি থেকে যাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় নিরাপদ স্থানে নামিয়ে আনা হয় ও দমকলের চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তিনটি কোচের সব যাত্রীই সুরক্ষিত৷ আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা না গেলেও আগুন নিয়ন্ত্রণে ও কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি৷