আই.এল.পি নিয়ে আমরা বাঙালীর আবেদনে মনিপুর সরকারকে শীর্ষ আদালতের নোটিশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মনিপুরে ইনার লাইন পারমিট চালু করা নিয়ে আমরা বাঙালী সংঘটনের পক্ষ থেকে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে গত ২০শে নভেম্বর শীর্ষ আদালত ইনার লাইন পারমিট বলবৎ নিয়ে মনিপুর সরকারের অবস্থান জানতে চাইল৷ এর আগে ২০২২ সালের ৩রা জানুয়ারী শীর্ষ আদালত নোটিশ জারি করে কেন্দ্র ও মনিপুর সরকারের অবস্থান স্পষ্ট করতে বলেছিল৷ ২০শে নভেম্বর, ২০২৪ শীর্ষ আদালতের দুই বিচারপতি হৃষিকেশ রায় ও এস.ভি. এন. ভাট্টিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মনিপুর সরকারকে আগামী দুমাসের মধ্যে ইনার লাইন পারমিট বলবৎ নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিল৷

আমরা বাঙালীর বক্তব্য অন্য রাজ্যের ভারতীয় নাগরিকদের মনিপুরে আসতে আগাম অনুমতি নিতে হয়৷ এতে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে৷ মনিপুর সহ উত্তরপূর্বাঞ্চলের ইনার লাইন পারমিট চালু আছে৷ অরুণাচল নাগাল্যাণ্ড মিজোরামে ইনারল্যাণ্ড পারমিট চালু আছে৷ ‘আমরা বাঙালী’র অভিযোগ মনিপুর ইনার লাইন পারমিট গাইড লাইন্স-এ রাজ্য সরকারকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে৷