আন্তর্জাতিক স্তরের ক্রিকেট সংস্থার বিচারে বর্ষসেরা মহিলা ক্রিকেটারের সম্মান পেলেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা৷ এর পাশাপাশি স্মৃতিকে মেয়েদের একদিনের আন্তর্জাতিক সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কারও দেওয়া হয়৷ মাত্র বছর ২২শের স্মৃতি গত দুর্দান্ত সাফল্য পেয়েছেন৷
২০১৮ সালে আইসিসি-র ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলেও নির্বাচিত হয়েছিলেন স্মৃতি৷ এই বছরের গত ১লা জানুয়ারি পর্যন্ত যে পর্যায় আইসিসির ভোট যে প্রক্রিয়া চলেছে তাতেই সেরার সেরা নির্বাচিত হয়েছেন স্মৃতি৷
১২টি একদিনের আন্তর্জাতিকে টিম ইণ্ডিয়ার জার্সি গায়ে তাঁর নামের পাশে ৬৬৯ রান, গড় ৬৬.৯০৷ অন্যদিকে , টি-টোয়েন্টি ক্রিকেটেও ভারতীয় দলের হয়ে রীতিমতো নজরকাড়া সাফল্য পেয়েছেন স্মৃতি৷ এই ফরম্যাটে ২৫টি ম্যাচ খেলে ভারতীয় ওপেনার করেছেন ৬২২ রান৷ স্ট্রাইক রেট যথেষ্টই আকর্ষনীয়--- ১৩০.৬৭৷ গত বছরের নবেম্বরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের হয়ে যথেষ্ট দাগ কেটেছিলেন স্মৃতি৷ ২০০৭ সালে ঝুলন গোস্বামীর পর স্মৃতিই দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি আই.সি.সি-র পুরস্কার পেলেন৷
বর্ষসেরা নির্বাচিত হয়ে স্মৃতি বলেছে,‘‘পুরস্কার পাওয়ার একটা আলাদা তাৎপর্য রয়েছে৷ সত্যিই এটা একটা স্পেশাল ব্যাপার! যখন আপনি ব্যাট হাতে ক্রিজে থাকেন তখন রান করে দলকে জেতানোর কথাই মাথায় ঘোরে৷ আর মাঠের পারফরম্যান্সের সুবাদে যখন পুরস্কার জোটে তখন সাফল্যের খিদেটা অনেক বেড়ে যায়৷’’