অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই অক্টোবর কীর্ত্তন দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রাম জেলার নয়হাট আনন্দমার্গ সুকলে তিনঘন্টা অখন্ডকীর্ত্তনের অনুষ্ঠান হয়৷ এরপর কীর্ত্তন দিবসের  ওপর বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷  ধর্ম আলোচনার পর নারায়ণসেবায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷ এখানে দুঃস্থ রোগীদের জন্যে এদিন আনন্দমার্গের পক্ষ থেকে চিকিৎসা শিবিরের ও আয়োজন করা হয়৷

বাকুলদা ঃ গত ৪ঠা ও ৫ই অক্টোবর বাকুলদায় ২৪ ঘন্টা ব্যাপী বাবা নাম কেবলম--মহামন্ত্রের অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনের পর সমবেত ভক্তমন্ডলীর  সামনে মানবজীবনে সাধনা ও কীর্ত্তনের  উপকারিতার ওপর বক্তব্য রাখেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, আচার্য সম্পৃক্তানন্দ অবধূত৷ 

মেদিনীপুর ঃ গত ১৭ই সেপ্ঢেম্বর মেদিনীপুরে বীতেন্দ্রনাথ মন্ডলের বাসভবনে অখন্ডকীর্ত্তনের  আয়োজন করা হয়৷ অখন্ডকীর্ত্তনের পর কীর্ত্তন ও ভক্তিতত্বের মহিমা বর্ণনা করে বক্তব্য রাখেন আচার্য বিশুদ্ধানন্দ অবধূত ও আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত৷

কলকাতা ঃ গত ৩রা সেপ্ঢেম্বর দক্ষিণ কলকাতার  কবরডাঙ্গা এলাকায় বিশিষ্ট আনন্দমার্গী রাকেশ কুমারের পুত্রের জন্ম দিবস পালন উপলক্ষ্যে অখন্ড কীর্ত্তনের  আয়োজন করা হয়৷ কলকাতা ও ২৪ পরগণার বহুআনন্দমার্গী এই অখন্ড কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ অখন্ড কীর্ত্তনের পর আচার্য তন্ময়ানন্দ অবধূত মানবজীবনে সাধনা ও কীর্ত্তনের  গুরুত্বের ওপর বক্তব্য রাখেন, তিনি বলেন, নিয়মিত অষ্টাঙ্গিক যোগসাধনা ও কীর্ত্তন  মনের  সমস্ত আবিলতা ও মানসিক চাপ যেমন দূর করে তেমনি শরীরকে সুস্থ রাখে৷ সাধনাও কীর্ত্তনের দ্বারা মানুষ  মনের প্রশান্তি লাভ করে৷

তারকেশ্বর ঃ গত ২৪শে সেপ্ঢেম্বর বালিপুরে শ্রী সজল মুখার্জীর  গৃহে  বাবা নাম কেবলম্-মহামন্ত্রের অখন্ড কীর্ত্তনের অনুষ্ঠান হয়৷ এই কীর্ত্তন পরিচালনা করেন ব্রহ্মচারিনী অনিন্দা আচার্যা,কীর্ত্তন সম্পর্কে বক্তব্য রাখেন  আচার্য সুবিকাশানন্দ অবধূত প্রধান শিক্ষক শ্রী অভিদেব৷

বনগাঁ ঃ গত ২৪ শে সেপ্ঢেম্বর,২০১৭) বনগাঁ পাইপরোডে মহিলা পরিচালিত আনন্দমার্গসুকলে  সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত  কীর্ত্তনশেষে মিলিত সাধনা, গুরুপূজা স্বাধ্যায় হয়৷ এই কীর্ত্তনানুষ্ঠানে বস্ত্র বিতরন করা হয় ১২০ জনকে৷ নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয় ৬০০ জনকে৷

কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ মনোরমা আচার্যা অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা ব্রহ্মচারিণী রত্নদীপা আচার্যা ও শ্রী কুমুদ মন্ডল৷ বক্তব্য রাখেন শ্রী তারাপদ বিশ্বাস৷