অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৩ই জানুয়ারী নিউ ব্যারাকপুরের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী মোহন অধিকারীর বাসভবনে ছয় ঘণ্টা ব্যাপী অখণ্ড ‘বাবানাম কেবলম্’ মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে কীর্ত্তন পরিচালনা করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত, শ্রীহরলাল হাজরা প্রমুখ৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর কীর্ত্তন মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও মোহন অধিকারী৷ সবশেষে সমস্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷