অখন্ড  কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতা ঃ গার্লস্ প্রাউটিষ্টের কার্যালয়ে মার্গগুরু শ্রীশ্রী  আননন্দমূর্ত্তিজীর পদার্পণকে স্মরণ করে  গত ১৪ই অক্টোবর  এখানে তিন ঘন্টাব্যাপী অখন্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷  কীর্ত্তন পরিচালনা কবেন আচার্য কল্যাণাত্মকানন্দ অবধূতঅবধূতিকা আনন্দরেখা আচার্যা প্রমুখ৷ অখন্ডকীর্ত্তনের পর মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর অবধূতিকা আনন্দ করুণা আচার্যা বক্তব্য রাখেন৷ তিনি বলেন, পরমপুরুষ সবসময়ই আমাদের সঙ্গে আছেন৷ আমরা কখনই একলা নই৷ প্রত্যেকেরই  নিয়মিত পাঞ্চজন্য, কীর্ত্তন  ও সাধনা করা উচিত৷ তাহলে সবাই অন্তরে তাঁর উপস্থিতি অনুভব করবেন৷